পৃষ্ঠাসমূহ

বুধবার, ১৫ জানুয়ারী, ২০১৪

ড্রপবক্স হ্যাক হওয়ার ঘটনা ছিলো ধোঁকাবাজি!

ড্রপবক্স হ্যাক হওয়ার ঘটনা ছিলো ধোঁকাবাজি!
http://futurenewsbd.blogspot.com


হ্যাকাররা ড্রপবক্স হ্যাক করতে পারেনি। এর আগে তাদের ওয়েবসাইট হ্যাকড হওয়ার যে খবর প্রকাশিত হয়েছে ,তা একপ্রকার ধোঁকাবাজি বলে জানিয়েছে ড্রপবক্স কর্তৃপক্ষ। ‘অ্যানোনিমাস’ নামে যে হ্যাকার দল ড্রপবক্স ওয়েবসাইট হ্যাক করে বলে দাবি করেছিল, তারা অফিশিয়ালি বিষয়টা অস্বীকার করেছে বলে নিশ্চিত করে ড্রপবক্স কর্তৃপক্ষ।
ব্যবস্থাপনাগত জটিলতার কারণেই সাময়িকভাবে ওয়েবসাইটটি বিকল হয়ে পড়ে বলে জানায় ড্রপবক্স কর্তৃপক্ষ। আর এর এ সুযোগ নিয়েই অজ্ঞাতনামা (অ্যানোনিমাস) একটি হ্যাকার দল ওয়েবসাইটটি হ্যাক করছে বলে সামাজিক যোগাযোগ সাইট টুইটারে ঘোষণা দেয়। তবে তা সম্পূর্ণভাবে ধোঁকাবাজি ছিল ড্রপবক্স কর্তৃপক্ষ এক ব্লগ পোস্টে নিশ্চিত করেছে। বর্তমানে তাদের ওয়েবসাইট সম্পূর্ণরুপে ঠিক-ঠাক রয়েছে বলেও জানায় তারা।
উল্লেখ্য, ড্রপবক্স একটি বিনামূল্যের ব্যাক-আপ সার্ভিস ওয়েবসাইট। এ ওয়েবসাইটের উপযোগিতার কারণে বর্তমানে ওয়েবসাইটটি বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এর মাধ্যমে ছবি,নথিপত্র এবং ভিডিও শেয়ার করা যায়।
তথ্যসূত্র: টেক ক্রান্স

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

OK, Thanks.