পৃষ্ঠাসমূহ

বুধবার, ১৫ জানুয়ারী, ২০১৪

গর্ভাবস্থার লক্ষণ” এবার গুগল ২০১৩ স্বাস্থ্য বিষয়ক সার্চের শীর্ষে

“গর্ভাবস্থার লক্ষণ” এবার গুগল ২০১৩ স্বাস্থ্য বিষয়ক সার্চের শীর্ষে
http://futurenewsbd.blogspot.com/

বছরের শেষপ্রান্তে এসে ইন্টারনেট জায়ন্ট গুগল একে একে বিভিন্ন ক্ষেত্রে তাদের সার্চ লিস্ট প্রকাশ করতে শুরু করেছে। আর এ বছরে গুগলের স্বাস্থ্যবিষয়ক সার্চে গুগলাররা সবচেয়ে বেশিবার খোঁজ করেছেন গর্ভবতী হওয়ার লক্ষণ। এই নিয়ে টানা দু বছর গুগলের ‘টপ সার্চড সিমটমস’ তালিকায় শীর্ষস্থান অর্জন করলো গর্ভাবস্থার লক্ষন শিরোনামটি। গুগলের এই তালিকায় মূলত উঠে এসেছে যেসব বিষয় লোকেরা ডাক্তারের সঙ্গে কথা বলার আগে গুগলে সার্চ দিয়ে লক্ষণ দেখে নিশ্চত হয়ে নেয় রোগ সম্পর্কে।
মানুষের রোগসম্পর্কে নিশ্চিত হওয়ার এই সহজ মাধ্যম গুগলের কাছে গর্ভাবস্থার লক্ষণের পরই সবচেয়ে বেশিবার জানতে চাওয়া হয়েছে ইনফ্লুয়েঞ্জা সম্পর্কে। নিউজিল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান স্টাফ ডট কম এর তথ্যানুযায়ী তালিকার এই দুটি রোগের পরই মানুষ সবচেয়ে বেশি জানতে চেয়েছে ডায়বেটিস সম্পর্কে। তালিকায় এইডস এর অবস্থান হচ্ছে ৬ নম্বরে। এই তালিকাই বলে দিচ্ছে সাধারন রোগ ও যৌন মিলনঘটিত অনাকাঙ্খিত গর্ভধারন নিয়ে লোকেরা যতটা চিন্তিত তার চেয়ে অনেক কম চিন্তা করে মরনব্যাধী এইডসকে নিয়ে। গুগলের এই টপ সার্চড সিমটমস’ তালিকায় এর পরের কয়েকটি রোগের নাম যথাক্রমে; চার নম্বরে দুশ্চিন্তা, পাঁচে থাইরয়েডজনিত রোগ, ছয়ে এইডস, সাতে মনোনিউক্লিওসিস। এছাড়াও দশ নাম্বারে অবস্থান করছে নিউমোনিয়া রোগের লক্ষণসমূহ।
ওয়েবসাইট অবলম্বনে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

OK, Thanks.