জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক সম্প্রতি কিনে নিয়েছে ব্রাঞ্চ মিডিয়া এবং পটলাক নামের দুইটি ছোট পরিসরের প্রযুক্তি প্রতিষ্ঠান। নিজেদের গন্ডি আরো প্রসারিত এবং সমৃদ্ধ করার প্রচেষ্টা হিসেবেই ফেসবুক এ দুইটি প্রতিষ্ঠান কিনে নেয়। ব্রাঞ্চ মিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা জোশ মিলার তার ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।
www.facebook.com
ফেসবুকে নতুনত্ব সৃষ্টি এবং আরো বেশি সমৃদ্ধ করার প্রয়াস হিসেবেই তারা ব্রাঞ্চ মিডিয়া এবং পটলাক কিনে নেয় বলে জানায় ফেসবুক কর্তৃপক্ষ।তবে তাদের সঙ্গে ব্রাঞ্চ মিডিয়া এবং পটলাকের মধ্যে কী কী বিষয়ে চুক্তি হয়েছে তা কোন পক্ষই স্পষ্ট করেনি। ডলারের অঙ্কটা ১৫ মিলিয়ন ডলার বলে নিশ্চিত করেছে কয়েকটি বিশ্বস্ত সূত্র। তবে বিক্রি হয়ে যাওযার পর এখনই তাদের পুরো টিম ফেসবুকের হয়ে কাজ শুরু করছেনা বলে জানিয়েছে ব্রাঞ্চ মিডিয়া কর্তৃপক্ষ। পুরো টিম বদলি হতে আরো কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছে তারা।
তথ্যসূত্র:কম্পিউটারওয়ার্ল্ড
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
OK, Thanks.