পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০১৪

.অ্যান্ড্রয়েড ফোন আনছে নকিয়া.( Made by Nokia)

অ্যান্ড্রয়েড ফোন আনছে নকিয়া
 এবার অ্যান্ড্রয়েড ফোন আনছে নকিয়া। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা এবং একইসঙ্গে বিশ্বব্যাপী নকিয়ার চাহিদার কথা বিবেচনা করেই অ্যান্ড্রয়েড ফোন বাজারজাত করার কথাটি ভাবছে জনপ্রিয় এ মোবাইলফোন কোম্পানি। বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হওয়ার পর থেকেই সেলফোন ব্যবহারকারীরা বেশ আগ্রহ দেখাচ্ছে বলেও জানা গেছে।
নকিয়ার অ্যান্ড্রয়েড ফোন বাজারজাত হবে-এ ধরনের সংবাদ পেয়ে অনেকেই ওই ফোনের আউটলেটে ভিড় করছেন বলেও সংবাদ মাধ্যমের পক্ষ থেকে জানানো হয়। তবে সিটেকসিএন ডট কম নামের একটি ওয়েভ সাইটের দেয়া তথ্য শুনে অনেকেই হতাশ হয়েছেন। কারণ সিটেকসিএনের পক্ষ থেকে বলা হয়, মাইক্রোসফটের কাছে নকিয়া বিক্রি হয়ে যাওয়ার কারণেই অ্যান্ড্রয়েড ফোন বানানোর সিদ্ধান্ত থেকে কর্তৃপক্ষ সরে আসে। কিন্তু মাইক্রোসফটের পক্ষ থেকে এ বিষয়ে সরাসরি কিছু বলা হয়নি বলেও জানানো হয়।
উল্লেখ্য, নকিয়া মাইক্রোসফটের কাছে বিক্রি হয়ে যাওয়ার পর থেকেই বেশ কিছুদিন ধরে নিজেদের নামে কোন পন্য তৈরি করতে পারছেনা কোম্পানিটি। তবে সবকিছু ঠিক-ঠাক থাকলে শুধু স্মার্টফোনই নয়, ট্যাবলেটও তৈরি করবে বলে খবরে প্রকাশিত হয়। শুধু ফোনকেন্দ্রিক না থেকে আরো বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি নির্মাণের দিকেও কোম্পানিটি মনোনিবেশ করছে বলেও জানা গেছে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

OK, Thanks.