গার্ডিয়ান অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠানে বৃহস্পতিবার মাইক্রোসফট ইন্ডিয়ার পরিচালক রাজ বিজানি বলেন, দিল্লির সেই মেডিকেল ছাত্রী ধর্ষনের ঘটনায় এই অ্যাপসটি চালু করতে মাইক্রোসফটকে তাগিদ দিয়েছে। এই অ্যাপসের সাহায্যে ভারতের বিভিন্ন শহরে নারীরা আরো বেশি নিরাপদে চলাফেরা করতে পারবেন। রাজ জানান, এই অ্যাপসটি ব্যাবহার করতে পারবেন উইন্ডোজ ফোনের সব ব্যবহারকারী। এর সাহায্যে নারীরা বাইরে থাকার সময়টায় ট্র্যাক মি সার্ভিসের মাধ্যমে তাদের প্রিয়জনের কাছে নিরাপত্তাজনিত সমস্যা হলে বার্তা পাঠাতে পারবেন। তবে এ জন্য ব্যবহারকারীকে উইন্ডোজের অ্যাজুর ক্লাউড সার্ভিস ও বিং ম্যাপ এপিআইএস সেবা চালু রাখতে হবে।
নারীর নিরাপত্তা সংক্রান্ত এই অ্যাপসটি উইন্ডোজ ফোনে চালু রাখলে ব্যবহারকারী বিপদে পড়লে শুধুমাত্র একটি এসওএস বাটনে চাপ দিয়েই পরিবার, নিরাপত্তা সংস্থা, হাসপাতাল এমনকি ফেসবুক চালু থাকলে বন্ধুদের নির্দিষ্ট গ্রুপে সাহায্য চেয়ে পাঠাতে পারবেন নিজের সঠিক অবস্থানসহ। তবে এ জন্য ফোন ব্যবহারের শুরুতেই অ্যাপসটি ইন্সটল করে নির্দিষ্ট এলাকার প্রয়োজনীয় নিরাপত্তা সংক্রান্ত কন্টাক্টগুলো অ্যাপসকে দিতে হবে। আর অবশ্যই মাইক্রোসফট উইন্ডোজ অ্যাজুর ক্লাউড সার্ভিস ও বিংম্যাপ এপিআইস চালু রাখতে হবে।
অ্যাপসটির উদ্ধোধনী অনুষ্ঠানে মাইক্রোসফট ইন্ডিয়ার ব্যাবস্থাপনা পরিচালক আরো জানান, তাদের কর্মীরা কাজের অবসরে এই অ্যাপসটি ডেভলপমেন্টের কাজ করে গেছে। গত ছয় মাসে তাদের কাজের ফলে এই অ্যাপসটি মাইক্রোসফট আইটি ইন্ডিয়া দেশটির উইন্ডোজ ফোনের ব্যবহারকারীদের হাতে এই অ্যাপসটি তুলে দিতে পেরেছে। ব্যবহারকারীদের আশা এবার অন্তত ধর্ষনের ভয়মুক্ত হয়ে রাস্তাঘাটে নির্ভয়ে চলাচল করতে পারবে ভারতের নারীরা।
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
OK, Thanks.