পৃষ্ঠাসমূহ

বুধবার, ১৫ জানুয়ারী, ২০১৪

হারানো জিনিস-পত্রের সন্ধান দেবে ওয়েবসাইট !

হারানো জিনিস-পত্রের সন্ধান দেবে ওয়েবসাইট !
http://futurenewsbd.blogspot.com/

আজকের টেক ডেস্ক চলার পথেই মানুষ অনেক কিছু হারায়। এই যেমন- চাবি, মানি ব্যাগ, মোবাইল ফোন এবং এমন কী ল্যাপটপ পর্যন্ত। কিন্তু বেশির-ভাগ সময়েই তারা তাদের অতি প্রয়োজনীয় জিনিসটি ফিরে পেতে ব্যর্থ হয়। কারণ কোন স্থানে এবং কীভাবে তার জিনিসটি হারিয়েছে সে সম্পর্কে প্রায় সময়ই অজ্ঞ থাকে। কিন্তু কোন সহৃদয়বান ব্যক্তির হাতে পড়লে জিনিসটি নিশ্চিত ফেরত দেবে। কিন্তু ফেরত দেয়ার কোন উপায় এতদিন পর্যন্ত ছিলনা।
বিষয়টি বিবেচনা করেই সম্প্রতি ভারতের একটি উদ্যোক্তা দল এমনই একটি ওয়েবসাইট নির্মাণ করেছে যার মাধ্যমে বিশ্বব্যাপী হারানো জিনিস-পত্র ফিরিয়ে দিতে পারবে বলে জানিয়েছেন ওয়েবসাইটটির প্রধান পারাম রাম। প্রযুক্তির চরম উৎকর্ষের এই যুগে কোন জিনিস হারানোর ফিরে না পাওয়াটা বেশ কষ্টকর বলে মন্তব্য করেন পারাম। এজন্যই লস্টক্লিকফাউন্ড.কম নামে এই ওয়েবসাইট তৈরির সিদ্ধান্ত নেন বলেও উল্লেখ করেন তিনি।
এ ওয়েবসাইটের মাধ্যমে বিশেষ এক পদ্ধতি ব্যবহার করে বড় ধরনের ঝক্কি-ঝামেলা ছাড়াই হারানো জিনিস-পত্রের সন্ধান পাওয়া যাবে বলে উল্লেখ করেন পারাম। প্রাথমিক পর্যায়ে বিষয়টি জনপ্রিয় করতে তারা বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের এই ওয়েবসাইট এবং ওয়েবসাইটের কর্মকান্ড সম্পর্কে ধারণা প্রদান করবে বলেও জানান পারাম।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

OK, Thanks.