গুগল দীর্ঘদিন ধরেই তাদের সামাজিক যোগাযোগের ওয়েবসাইট গুগল প্লাসকে জনপ্রিয় করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে এই সাইটটিতে ৫০ কোটির বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছেন। এখন যাঁরা গুগলের জি-মেইলের জন্য অ্যাকাউন্ট তৈরি করেন, তাঁরা স্বয়ংক্রিয়ভাবে গুগল প্লাসের একটি অ্যাকাউন্টের মালিক হন। গুগলের দাবি, তাদের নতুন ফিচারটি জি-মেইল ও গুগল প্লাস উভয় সেবা ব্যবহারকারীদের যোগাযোগের ক্ষেত্রে সুবিধা দিতে সক্ষম হবে।
আপনার জি-মেইল অ্যাকাউন্টে এখন অজানা-অচেনা কারও কাছ থেকে মেইল পেলে চমকে উঠবেন না। গুগল কর্তৃপক্ষ তাদের মেইল-সেবা জি-মেইলে খোলা আইডি এখন গুগল প্লাস নেটওয়ার্কে থাকা অচেনা ব্যক্তিদেরও জানার সুযোগ করে দিতে একটি ফিচার আনছে। অনেকেই আশঙ্কা করছেন, গুগলের সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক গুগল প্লাসের নেটওয়ার্কে থাকা পরিচিত-অপরিচিত সবার কাছেই জি-মেইল আইডি শেয়ার হয়ে যেতে পারে। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এদিকে, গুগলের এই ফিচারটি ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে বলে সমালোচনা করছেন অনেকেই। তাঁদের দাবি, এ ধরনের ফিচার চালু করার আগে ব্যবহারকারীরা অপরিচিত কারও বার্তা চান কি না, সেজন্য তাঁদের বিবেচনার সুযোগ রাখা উচিত। ফিচারটি ব্যবহারকারীদের সমস্যায় ফেলতে পারে বলেও মনে করছেন অনেকেই।
গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ফিচার যুক্ত হওয়ার ফলে জি-মেইল ব্যবহারকারীদের কন্টাক্ট বা যোগাযোগের তালিকায় আরও অনেকেই বাড়তি যুক্ত হবেন। এর ফলে গুগল প্লাস ব্যবহারকারী চাইলে অপরিচিত বা পরিচিত সবার কাছেই মেইল পাঠানোর সুযোগ থাকবে।
গুগল কর্তৃপক্ষ এক ব্লগ পোস্টে এই ফিচারটি সম্পর্কে এক ব্যাখায় জানিয়েছে, কখনো মেইল লিখতে শুরু করার পর যদি মনে হয় কারও ই-মেইল আইডি এখনো নেওয়া হয়নি, তখন এ ধরনের ফিচারটি তাকে সাহায্য করতে পারবে।
যাঁরা অবশ্য গুগল প্লাসে অপরিচিত কারও কাছ থেকে মেইল গ্রহণ করতে চান না, তাঁরা সেটিংস থেকে তা বন্ধ করে দিতে পারবেন।
গুগল অবশ্য আরও দাবি করেছে, অপরিচিত কারও কাছে গুগল প্লাস আইডি শেয়ার করবে না তারা। অপরিচিত কেউ গুগল প্লাস ব্যবহার করে বার্তা পাঠালে তা মেইলের ইনবক্সের বিশেষ একটি অংশে জমা হবে। এই মেইলের সঙ্গে বন্ধু বা পরিচিত যোগাযোগের মেইলগুলো সম্পূর্ণ আলাদা হবে। অপরিচিত কারও কাছ থেকে পাওয়া মেইলের যদি ব্যবহারকারী উত্তর না পাঠায়, তবে গুগল অপরিচিত উত্স থেকে মেইল পাঠানোর সুযোগ বন্ধ করে দেবে।
অবশ্য গুগল প্লাসে যাঁদের অনেক ফ্যান বা ভক্ত রয়েছে, সে সেলিব্রেটির অ্যাকাউন্টে স্বয়ংক্রিয় বার্তা পাঠানোর কোনো সুযোগ থাকবে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
OK, Thanks.