পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০১৪

আসছে মটোরোলার সল্পমূল্যের স্মার্টফোন মটো জি

আসছে মটোরোলার সল্পমূল্যের স্মার্টফোন মটো জি
বাজারে স্মার্টফোনের চাহিদা বাড়ার কারণে প্রতিষ্ঠিত বিভিন্ন মোবইল উৎপাদনকারী কোম্পানি স্মার্টফোন তৈরির দিকে ঝুঁকছে। আর এ তালিকায় নতুন সংযুক্তি মটেরোলা। প্রাথমিক পর্যায়ে মটো জি নামের স্মার্টফোনের একটি ব্র্যান্ড নিয়েই তারা যাত্রা শুরু করছেন বলে জানান মটোরোলার সিইও ডেনিস উডসাইড। আর তাদের এ স্মার্টফোন অন্য যেকোন স্মার্টফোনের চেয়ে তুলনামুলক কমদামে পাওয়া যাবে বলেও মন্তব্য করেছেন তিনি। মানুষের কাছে স্বল্পমূল্যে স্মার্টফোন পৌঁছে দেয়া-এ লক্ষ্যমাত্রা সামনে রেখেই মটোরোলা মটো জি স্মার্টফোন তৈরি করেছেন বলে উল্লেখ করেন কোম্পানিটির সিইও উডসাইড । এ বিষয়ে তিনি বলেন,‘ আমরা স্বল্পমূল্যে গ্রাহককে ভালমানের স্মার্টফোন সরবরাহ করতে চায়। আর এক্ষেত্রে আমাদেও প্রথম উদ্যোগ মটো জি। ’ এছাড়া আগামী বছরের মধ্যেই ৫০০ মিলিয়ন মানুষের কাছে ওই ফোন পৌঁছে দিতে চান বলেও মন্তব্য করেন তিনি। তবে সম্প্রতি ওই স্মার্টফোন ব্রাজিল এবং ইউরোপের কয়েকটি দেশে বাজারজাত করা হয়েছে বলেও জানান । এর পরে তা আমেরিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়ায় ক্রমান্বয়ে বাজারজাত করা হবে বলেও উল্লেখ করেন উডসাইড।
তথ্যসুত্র: ম্যাশেবল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

OK, Thanks.