পৃষ্ঠাসমূহ

বুধবার, ১৫ জানুয়ারী, ২০১৪

২০১৫ তে আসছে উইন্ডোজ ৯

২০১৫ তে আসছে   উইন্ডোজ ৯

আগামী বছর মাইক্রোসফট করপোরেশন বাজারে নিয়ে আসছে পরবর্তী কম্পিউটার অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৯।২০১৪ সালে মাইক্রোসফট উইন্ডোজ ৮.১ সংস্করণের জন্য হালনাগাদ ওয়ান বা জিডিআর-ওয়ান নামে সার্ভিস প্যাক-জাতীয় হালনাগাদ বাজারে আনবে। ধারণা করা হচ্ছে, উইন্ডোজ ফোন ৮.১-এর পাশাপাশি উইন্ডোজ ৮.১ আপডেট ওয়ান এপ্রিলেই বাজারে ছাড়া হবে। কিন্তু বিল্ড ডেভেলপার সম্মেলনের সবচেয়ে বড় খবর হবে ‘থ্রেসহোল্ড’ নিয়ে মাইক্রোসফটের পরিকল্পনা। উইন্ডোজে বড় ধরনের পরিবর্তন আনবে এই থ্রেসহোল্ড বা উইন্ডোজ ৯-এ, যাতে ফিরে আসবে স্টার্ট মেনু। এর ডেস্কটপেই চলবে মেট্রোজাতীয় অ্যাপস।

এপ্রিলে অনুষ্ঠেয় বিল্ড ডেভেলপার সম্মেলনে মাইক্রোসফট উইন্ডোজের ভবিষ্যৎ নির্ধারণে করণীয়, সেই সঙ্গে বার্ষিক অবমুক্তি হিসেবে ‘থ্রেসহোল্ড’ সাংকেতিক নামের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৯ সম্পর্কে আলোচনা করবে বলে জানা গেছে। উইনসুপারসাইটের স্বত্বাধিকারী ও প্রযুক্তি ব্লগার পল থরট নিজস্ব সূত্র থেকে এমনটাই জানতে পেরেছেন বলে এক ব্লগে জানিয়েছেন।
মজার বিষয় হলো, উইন্ডোজ ৮-কে ধরা হচ্ছে পরবর্তী ভিসতা হিসেবে। মাইক্রোসফট বলতে পারবে, গুরুত্বপূর্ণ প্রাথমিক কাজগুলো উইন্ডোজ ৮-এ সম্পূর্ণ না করলে উইন্ডোজ ৯ বানানো সম্ভবপর হতো না। বিষয়টা ঠিক উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ভিসতার মতোই। যখন নেটবুকের প্রচলন শুরু হয়েছিল, তখনই ভিসতা আসে। আর এখন যখন ট্যাবলেটের যুগ চলছে, তখন এল উইন্ডোজ ৮। সন্দেহ নেই, বর্তমান প্রযুক্তি উইন্ডোজকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এখন মাইক্রোসফট চাইবে উইন্ডোজ ৮-এ যা নেই, তার সব থাকবে ৯ সংস্করণে।

 তথ্যসুত্রঃ  দি ভার্জ  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

OK, Thanks.