পৃষ্ঠাসমূহ

বুধবার, ১৫ জানুয়ারী, ২০১৪

আইনি বাধার মুখে বিজ্ঞাপন সরিয়ে নিচ্ছে ফেসবুক


অবশেষে আইনি জটিলতা এবং জনরোষের মুখে নিজেদের বিজ্ঞাপন সরিয়ে নিচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সম্প্রতি এক ব্লগ পোস্টে ফেসবুকের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ বিজ্ঞাপন সরিয়ে নেয়া হলে ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইল ব্যবহার করে সবধরনের বিজ্ঞাপন করা বন্ধ হয়ে যাবে। আইনি জটিলতা এবং ব্যবহারকারীদের অব্যাহত অভিযোগের ভিত্তিতেই ফেসবুক তাদের স্পন্সর করা সব অ্যাড বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেয়।
এর মধ্যে গেল বছরের আগষ্টে এ ধরনের বিজ্ঞাপন ব্যবহারের অভিযোগে তাদের বিরুদ্ধে করা মামলায় কয়েক মিলিয়ন ডলার জরিমানাও গুণে ফেসবুক। এরপর থেকেই মূলত ফেসবুক তাদের স্পন্সরে থাকা সবধরনের অ্যাড বন্ধ করে দেয়ার নীতিগত সিদ্ধান্তে আসে। উল্লেখ্য, ২০১১ সাল থেকেই এ ধরনের নিজেদের অ্যাড দেয়া শুরু করে ফেসবুক। অবশেষে আইনি বাধার মুখে ২০১৪ সালের এপ্রিল থেকে চূড়ান্তভাবে এই বিজ্ঞাপন বন্ধ করে দেবে বলে ঘোষণা দেয় ফেসবুক কর্তৃপক্ষ।
তথ্যসূত্র: সান ফ্যান্সিসকো বিজনেস টাইমস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

OK, Thanks.