পৃষ্ঠাসমূহ

বুধবার, ১৫ জানুয়ারী, ২০১৪

শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ করে দিল রবি

 শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কর্মক্ষেত্রে কাজ করার সুযোগ করে দিল মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। এখানে প্রতিবছর এসিসিএর (দ্যা আসোসিয়েশন অব চার্টার্ড অ্যাকাউনটেন্টস) ১০ জন শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি কাজ করার সুযোগ পাবে।
রাজধানীর হোটেল ওয়েসটিনে রোববার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে রবি ও এসিসিএর মধ্যে এক সমঝোতা চুক্তি সাক্ষর করা হয়। রবির চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মতিউল ইসলাম নওশাদ ও এসিসিএ’র কান্ট্রি ডিরেক্টর মহুয়া রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সাক্ষর করেন। প্রতিষ্ঠান দুটি দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়।
মতিউল ইসলাম নওশাদ বলেন, ‘শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তোলার জন্য আমরা উদ্দ্যোগ নিয়েছি। আমরা চাই আমাদের মতো করে অন্যান্য প্রতিষ্ঠানও এ ধরণের কাজে এগিয়ে আসবে।’
মহুয়া রশিদ বলেন, ‘অনার্স পড়ুয়া একটা ছাত্র তার কোর্সের চার বছরের মধ্যে অনেকটা সময় নষ্ট করে। এ সময়টাতে তাকে যদি কাজের একটা পরিবেশে প্রবেশ করানো যায় তাহলে সে বইয়ের পড়ার পাশাপাশি বাস্তব জ্ঞানটাও পাবে। এতে করে সে কর্মজীবনের একটা অভিজ্ঞতা অর্জন করবে।’
চুক্তি সাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রবির রিসোর্সিং ভিপি শারমিন সুলতান, মো. ফয়সাল ইমতিয়াজ খান, আব্দুল্লাহ আল মামুন এবং এসিসিএর উচ্চপদস্থ কর্মকর্তারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

OK, Thanks.