পিসি গেমারদের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ এটি। কারণ এক ২০১৩ সালেই পিসি গেমারদের মধ্যে ১১.৭ মিলিয়ন ভাইরাস ছড়িয়েছে হ্যাকাররা। কম্পিউটার সিকিউরিটি প্রতিষ্ঠান ‘ক্যাসপারস্কি ল্যাব’ সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছে। কম্পিউটার গেমসে ডলার খরচের কাজটা বেশি হওয়ার কারণেই এক্ষেত্রে হ্যাকারদের আগ্রহটা সবসময় বেশি। এজন্যই তারা অন্যান্য ক্ষেত্রগুলোর চেয়ে পিসি গেমারদের মধ্যে ম্যালওয়ার (ভাইরাস) ছড়িয়েছে সবচেয়ে বেশি। কারণ এর মাধ্যমে কোন পিসি গেমারের ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য জব্দ করার সুযোগ সৃষ্টি হয়।
এ বিষয়ে ক্যাসপারাস্কি ল্যাবের মুখপাত্র ক্রিস্টিয়ান ফাংক বলেন,
‘কম্পিউটার গেমসের জনপ্রিয়তা বর্তমান সময়ে অতীতের যেকোন সময়ের চেয়ে বেশি। তাই এখানে হ্যাকারদের উৎপাতও সবসময় বেশি। তবে অন্যান্য যে কোন সময়ের চেয়ে ক্রিসমাসের সময় হ্যাকারদের তৎপরতা বেশি থাকে। কারণ ওই সময় নতুন গেম রিলিজ করার পরিপ্রেক্ষিতে প্রচুর ডলারের লেনদেন হয়।’
তবে একটু সচেতন থাকলে এ ধরনের অপ্রত্যাশিত ভাইরাস এড়ানো যায় বলেও মন্তব্য করেন ফাংক। এই যেমন- পিসিতে শক্তিশালী এন্টি-ভাইরাস ইনস্টল করা,পাসওয়ার্ডটি স্বাভাবিক এবং কম ডিজিটের না হওয়া এবং সর্বশেষ কোন আনভেরিফাইড লিংকে ক্লিক না করা। কারণ এতে ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনাটি বেশি তৈরি কয়টি বিষয়টি সম্পর্কে সচেতন থাকলে কম্পিউটার ভাইরাস সহজেই এড়ানো যায় বলে মন্তব্য করেছেন প্রযুক্তি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
OK, Thanks.