পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০১৪

অ্যাপস নিয়ে যশোরে কর্মশালা ও প্রশিক্ষণ

যশোর জেলার সরকারি কর্মকর্তাদের নিয়ে মোবাইলফোনে অ্যাপলিকেশন (অ্যাপ) তৈরির ধারণা নিতে গতকাল সোমবার একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি যশোর অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলো থেকে নির্বাচিত ৪৭ জন শিক্ষার্থীকে নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে মোবাইল অ্যাপস তৈরির প্রশিক্ষণও শুরু হয়েছে। দুপুরে প্রশিক্ষণার্থীদের সঙ্গে ভিডিও সম্মেলনের মাধ্যমে কথা বলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ।এ সময় তিনি শিক্ষার্থীদের উৎসাহ দেন।

সকালেযশোর সার্কিট হাউসে সরকারি কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান, যশোর জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জাহিদ হোসেনসহ অনেকে। জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপ উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচির অংশ হিসেবে এ কর্মশালার আয়োজন করে আইসিটি মন্ত্রণালয়।
উদ্বোধনের পর মোবাইল অ্যাপস কী, এর ব্যবহার এবং জেলা প্রশাসকের কার্যালয় ও অন্য প্রতিষ্ঠানগুলোর জন্য কী ধরনের মোবাইল অ্যাপস তৈরি করা যেতে পারে, সে প্রাথমিক ধারণা দেন এমসিসি লিমিটেডের প্রধান নির্বাহী আশ্রাফ আবির। তিনি কিছু অ্যাপসের প্রস্তাবও দেন। অংশগ্রহণকারী কর্মকর্তারা নিজেদের প্রস্তাবও দেন।
এসব ধারণা থেকে নির্বাচন করে পরে মোবাইল অ্যাপস তৈরি করা হবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

OK, Thanks.