পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০১৪

মাত্র ২৪ ঘণ্টায় তৈরি হবে বাড়ি !

মাত্র ২৪ ঘণ্টায় তৈরি হবে বাড়ি !

নিজের একটি বাড়ির স্বপ্নে যারা বিভোর তাদের রাতের পর রাত অপেক্ষা করে কাটানোর দিন মনে হয় শেষ হতে চলল। জি হ্যাঁ, শুনতে অবাস্তব মনে হলেও এই কাজটিকে সম্ভব করেছে থ্রি-ডি প্রিন্টার।
থ্রিডি প্রিন্টার ব্যাবহার করে মাত্র ২৪ ঘণ্টায় ২৫০০ স্কয়ারফিট মাপের বাড়ি তৈরি করা সম্ভব হয়েছে। এই কাজে যে প্রিন্টারটি ব্যাবহার করা হয়েছে তার উদ্ভাবক ইউনিভার্সিটি অফ সাউদারন ক্যালিফোর্নিয়ার প্রফেসর বেহরখ খসনেভিস বলেন এই প্রিন্টারের সাহায্যে স্তরের পর স্তরে একটি গোটা বাড়ি তৈরি করা যাবে,তাও আবার মাত্র এক দিনেই। তিনি আরও বলেন, এটি হচ্ছে মূলত বাড়ির পরিমাপে থ্রিডি প্রিন্টারকে অভিযোজিত করা।
“কনটুর ক্রাফটিং” হল এমন এক প্রযুক্তি যাতে স্তরে স্তরে বিন্যাসের মাধ্যমে একটি বাড়ির গাঠনিক কাঠামো দাঁড় করানো হয়। এই পদ্ধতিতে বাড়ি তৈরির কাজ অপেক্ষাকৃত সহজ ও ঝামেলামুক্ত। এই প্রক্রিয়ায় একটি বাড়ি থেকে শুরু করে আলাদা আলাদা ডিজাইনের অনেকগুলো বাড়ির একটি কলোনি তৈরি করা যাবে স্বয়ংক্রিয়ভাবে। এমনকি বাড়িগুলোতে তড়িৎ, পানি ও শীতাতপ নিয়ন্ত্রনের যন্ত্র বসানোর জন্য জায়গা রেখেই তা সম্ভব।কমার্শিয়াল হাউজিং, নিম্ন আয় এবং জরুরি ভিত্তিতে বাড়ি তৈরির জন্য এই প্রযুক্তির আর কোন বিকল্প নেই। এছাড়াও এই প্রযুক্তিতে শক্তির অপচয় কম হবে এবং ক্ষতিকর পদার্থ নির্গমনের পরিমাণও কমে যাবে উল্লেখযোগ্য হারে। কয়েকটি রবোটিক বাহু এবং নির্গমন নোজল এর সমন্বয়ে নির্মিত কম্পিউটার-নিয়ন্ত্রিত সিস্টেম পুরো কাজটি করে থাকে।
এই পদ্ধতিতে ভবিষ্যতে চাঁদ ও মঙ্গলে মানব বসতি স্থাপনের পরিকল্পনাকে বাস্তবে রুপ দেয়া অনেক সহজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা, কারন এটি এখনও পর্যন্ত উদ্ভাবিত বাড়ি বানানোর সবচাইতে সস্তা ও নির্ভরযোগ্য উপায়। অদুর ভবিষ্যতে হয়তো এই থ্রিডি প্রিন্টারই রাজমিস্ত্রির জায়গা করে নেবে। বাড়ির উপরিতলের মসৃণ ফিনিশ ও দ্রুত কাজের গতির জন্য ইতোমধ্যেই এটিকে বাণিজ্যিক ভিত্তিতে বাজারজাতকরণের তোড়জোড় শুরু হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

OK, Thanks.