স্মরণীয় কিছু মুহূর্তের পাশাপাশি অস্বাভাবিক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতেও অনেকে ২০১৩ সালকে মনে রাখবেন। এই যেমন- দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার স্মরণসভায় গিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং ডেনমার্কের মহিলা প্রধানমন্ত্রী হেলে থর্নিং’র সঙ্গে ওবামার হাস্যোজ্জ্বল ছবি তোলা, এমটিভি ভিমএ পারফরমেন্সে মাইলি সাইরাসের অদ্ভুত নাচ।
মজার ব্যাপার হলো, এসব অস্বাভাবিক ঘটনাকে এক শব্দে প্রকাশ করতে সংবাদ মাধ্যমগুলো কিছু শব্দও তৈরি করে। এই যেমন ওবামার হাস্যোজ্জ্বল ছবি তোলাকে তারা নাম দেন ‘সেলফি‘ এবং মাইলির অদ্ভুত নাচকে এক শব্দে নাম দেন ‘টোয়ের্কিং‘, কিন্তু ২০১৩ সালে মানুষ এ শব্দগুলো শুনলেই তাদের সর্বোচ্চ প্রকাশ করতো। কারণ এসব শব্দের পেছনের গল্প তাদের বিরক্তি প্রকাশে বাধ্য করতো। এজন্যই ২০১৩ সালের শীর্ষ বিরক্তিকর শব্দের মধ্যেই এ শব্দদ্বয়ের স্থান হয়। সেলফি, টোয়ের্কিং ছাড়াও ওবামাকেয়ার এবং হ্যাশট্যাগের মতো শব্দগুলোও বেশ বিরক্তির ছিল এক জরিপে প্রকাশ করা হয়।
উল্লেখ্য, সেলফি এবং টোয়ের্কিং’র মতো শব্দগুলোতে মানুষ বেশ বিরক্ত হলেও এতে খুব বেশি বিরক্ত ছিল অক্সফোর্ড ডিকশনারি কর্তৃপক্ষ।এজন্যই এ দুটি শব্দ তারা তাদের ডিকশনারির জন্য বেছে নিয়েছে।
তথ্যসূত্র: সিনেট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
OK, Thanks.