পৃষ্ঠাসমূহ

বুধবার, ১৫ জানুয়ারী, ২০১৪

২০১৩ সালের ইন্টারনেট সেলিব্রেটি যারা


২০১৩ সাল বিদায়ের পথে। এর মাধ্যমে মহাকাল থেকে হারিয়ে যাবে আরো একটি বছর। কিন্তু মহাকালের অতল গহ্ববরে বিলীন হওযার আগেই এ বছরটিকে ঘিরে এরই মধ্যে পাওয়া না পাওয়ার হিসাব কষা শুরু হয়ে গেছে। তারই অংশ হিসেবে ২০১৩ সালে ইন্টারনেটে কোন সেলিব্রেটিকে বেশি সার্চ করা হয় বা খোঁজা হয়, তা নিয়েও মাতামাতি শুরু হয়ে গেছে এরই মধ্যে।
২০১৩ সালে ইন্টারনেটে কাকে বেশি খোঁজা হয়? এর উত্তরে অনেকেই নির্দ্বিধায় মাইলি সাইরাসের নামই উচ্চারণ করবে। তবে এই উত্তর আংশিক সত্য। কেননা পুরো পৃথিবী জুড়েই মাইলি সাইরাসকে বেশিবার সার্চ করা হয়নি। শুধুমাত্র অস্ট্রেলিয়া এবং কানাডাতেই মাইলি সাইরাসকে সবচেয়ে বেশিবার সার্চ করা হয়। মাইলি সাইরাসের পরেই কিম কার্দাশিয়ানের অবস্থান। আমেরিকা ছাড়া ফ্রান্সেও কিমকে সার্চ দেয়া হয় তুলনামুলকভাবে বেশি। ব্রিটেনেও ইন্টারনেট সার্চিংয়ে কিম মোটামুটি এগিয়েই ছিলেন।
এদিকে কিমের পাশাপাশি রিয়ান্নকেও ইন্টারনেটে সার্চ করেন ইন্টারনেট ব্যবহারকারীরা। ফ্রান্সেই তাকে বেশিবার সার্চ দেয়া হয় ইন্টারনেটে। ফ্রান্স ছাড়াও আমেরিকা এবং ব্রিটেনের ইন্টারনেট ব্যবহারকারীদের পছন্দেও এগিয়ে ছিলেন রিযান্না। অন্যদিকে বিয়ন্সি নোয়েলসও কম যান না। আমেরিকাতে ইন্টারনেট সেলিব্রিটির তালিকায় শীর্ষে ছিলেন এই নোয়েলসই। টিএনএজ পপ গায়ক জাস্টিন বিবারকেও ইন্টরনেটে সার্চ করেন অনেকেই। তবে এবার আশ্চর্যজনকভাবে বেশি খোঁজ করাদের তালিকায় ছিলেন ব্রিটিশ রাজবধু কেট মিডলটনও। বহুল আলোচিত সন্তান জন্মদানের কারণেই ইন্টারনেট ব্যবহারকারীদের খোঁজের তালিকায় তিনিও উল্লেখযোগ্য স্থান দখল করেন।
এছাড়া নিকি মিনাজ, অ্যাঞ্জোলিনা জোলি, সেলেনা গোমেজ,শাকিরা জেনিফার লরেন্স,ম্যাডোনা, এমা ওয়াটসন এবং মেগান ফক্সকেও ইন্টারনেটে অন্যদের তুলনায় ২০১৩ সালে বেশি সার্চ করা হয়।
তথ্যসূত্র:ম্যাশেবল.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

OK, Thanks.