পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০১৪

এক স্মার্টফোনে দুই অপারেটিং সিস্টেম


স্পেনের নতুন স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান গিকসফোন সম্প্রতি জানিয়েছে, একই স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ও ফায়ারফক্স অপারেটিং সিস্টেম চালানো যাবে। গিকসফোন সম্প্রতি এ ধরনের একটি স্মার্টফোন তৈরির ঘোষণা দিয়েছে। গিকসফোন কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন স্মার্টফোনটিতে জনপ্রিয় অপারেটিং সিস্টেম দু’টি গ্রাহকদের একইসাথে ব্যবহারের সুযোগ পাবে। স্মার্টফোনে এ দু’টি অপারেটিং সিস্টেমের মধ্যে গ্রাহক যেকোনো একটি অথবা দু’টিও একইসাথে ব্যবহার করতে পারবেন। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, নতুন প্রতিষ্ঠানটি বিভিন্ন সেবাকে সমন্বিত করে তাদের স্মার্টফোনগুলো তৈরি করতে যাচ্ছে। এর মাধ্যমে গ্রাহকেরা বর্তমানের চেয়ে আরো উন্নত সেবা পাবেন।
ফায়ারফক্স অপারেটিং সিস্টেমনির্ভর এ স্মার্টফোনের সেবাগুলো প্রচলিত ফায়ারফক্স অপারেটিং সিস্টেমে যেসব সেবা থাকে, তার চেয়ে অনেক বেশি। পিক প্লাস নামের এ স্মার্টফোন দিয়ে প্রতিষ্ঠানটি গ্রাহকদের মাঝে স্মার্টফোন সেবার এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে জানিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। পিক প্লাসে ৪ দশমিক ৩ ইঞ্চির হাই ডেফিনেশনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে ১ দশমিক ২ গিগাহার্টজ গতির ডুয়ালকোর স্ন্যাপড্রাগন প্রসেসর। ৪ গিগাবাইটের এ স্মার্টফোনের তথ্য ধারণমতা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। এক হাজার ৮০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারিযুক্ত পিক প্লাসে রয়েছে ৮ মেগা পিক্সেলের ক্যামেরা। এতে উন্নত ১.১ সংস্করণের ফায়ারফক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এতে ২৫ গিগাবাইটের কাউড সেবাও রয়েছে।
্একস্মার্টফোনে একইসাথে চলবে দু’টি অপারেটিং সিস্টেম
স্পেনের নতুন স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান গিকসফোন সম্প্রতি জানিয়েছে, একই স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ও ফায়ারফক্স অপারেটিং সিস্টেম চালানো যাবে। গিকসফোন সম্প্রতি এ ধরনের একটি স্মার্টফোন তৈরির ঘোষণা দিয়েছে। গিকসফোন কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন স্মার্টফোনটিতে জনপ্রিয় অপারেটিং সিস্টেম দু’টি গ্রাহকদের একইসাথে ব্যবহারের সুযোগ পাবে। স্মার্টফোনে এ দু’টি অপারেটিং সিস্টেমের মধ্যে গ্রাহক যেকোনো একটি অথবা দু’টিও একইসাথে ব্যবহার করতে পারবেন। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, নতুন প্রতিষ্ঠানটি বিভিন্ন সেবাকে সমন্বিত করে তাদের স্মার্টফোনগুলো তৈরি করতে যাচ্ছে। এর মাধ্যমে গ্রাহকেরা বর্তমানের চেয়ে আরো উন্নত সেবা পাবেন।
ফায়ারফক্স অপারেটিং সিস্টেমনির্ভর এ স্মার্টফোনের সেবাগুলো প্রচলিত ফায়ারফক্স অপারেটিং সিস্টেমে যেসব সেবা থাকে, তার চেয়ে অনেক বেশি। পিক প্লাস নামের এ স্মার্টফোন দিয়ে প্রতিষ্ঠানটি গ্রাহকদের মাঝে স্মার্টফোন সেবার এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে জানিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। পিক প্লাসে ৪ দশমিক ৩ ইঞ্চির হাই ডেফিনেশনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে ১ দশমিক ২ গিগাহার্টজ গতির ডুয়ালকোর স্ন্যাপড্রাগন প্রসেসর। ৪ গিগাবাইটের এ স্মার্টফোনের তথ্য ধারণমতা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। এক হাজার ৮০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারিযুক্ত পিক প্লাসে রয়েছে ৮ মেগা পিক্সেলের ক্যামেরা। এতে উন্নত ১.১ সংস্করণের ফায়ারফক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এতে ২৫ গিগাবাইটের কাউড সেবাও রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

OK, Thanks.