পৃষ্ঠাসমূহ

বুধবার, ১৫ জানুয়ারী, ২০১৪

মৃত মানুষেরাও আসছে সামাজিক নেটওয়ার্কে !


 বিজ্ঞানের এই যুগে অনেক নতুন আবিষ্কারের অনেক কিছুই যেমন ছিল শুধু প্রয়োজনের জন্য, তেমনি অনেক কিছুই হয়েছে কিছু খেয়ালি মানুষের হুজুগের বশে। এমনি একজন খেয়ালি মানুষ,ইসরায়েলী বংশউদ্ভুত উদ্যোক্তা শেলি ফারমেন, নিয়ে এসেছেন মৃত মানুষের জন্যে সামাজিক যোগাযোগের সাইট। প্রায় ৪০ হাজার ডলার খরচ করে তিনি বানিয়েছেন “নেশামা” (neshama.info) নামের অদ্ভুত এই সাইট। তার ইচ্ছা এই সাইটের মাধ্যমে ইসরায়েলের সব কবরখানার তথ্য সংরক্ষন করা হবে। হিব্রু “নেশামা” শব্দের অর্থ “আত্মা” যদিও সাইট টি তে ইংরেজিতে ব্যবহার করা গেলেও, মৃতদের নাম খুজতে হবে হিব্রু ভাষায়।
অদ্ভুত হলেও এই সাইট টি ইতোমধ্যে ভালোই সাড়া ফেলেছে। অনেকেই তাদের হারানো প্রিয়জনদের খুঁজতে এবং তাদের স্মরণ করতে এই সাইটের দিকে ঝুঁকবেন-এমনটাই আশা শেলির।
তথ্যসূত্রঃ টাইমস অফ ইন্ডিয়া !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

OK, Thanks.