আজকের টেক:- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান বলেছেন, আউটসোর্সিং এখন আত্মকর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম অনুষঙ্গ, তাই সমৃদ্ধ স্বদেশ ও ব্যক্তি জীবনে স্বাচ্ছন্দ আনতে আউটসোর্সিং এর মাধ্যমে ইনকামিং জেনারেশন তৈরি করতে হবে। এক্ষেত্রে স্কিলড আইটি প্রফেশনাল তৈরির জন্য ব্যাপকভাবে প্রশিক্ষণের বিকল্প নেই।
আইসিটি মন্ত্রণালয় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে। সচিব এ কার্যক্রমে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
রাজধানীর আগারগাঁওস্থ বিসিসি অডিটোরিয়ামে আইসিটি মন্ত্রণালয় ও এমসিসি (মাল্টিমিডিয়া কনটেন্ট এন্ড কমিউনিকেশন) আয়োজিত “মোবাইল ডেভেলপমেন্ট” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
আইসিটি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সুশান্ত কুমার সাহার সভাপতিত্বে এ কর্মশালায় আরও বক্তৃতা করেন মোবাইল এ্যাপস উন্নয়ন প্রকল্প পরিচালক ড. আবুল হাসান। কর্মশালা পরিচালনা করেন এমসিসি’র সিইও আশরাফ আবির।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
OK, Thanks.