পৃষ্ঠাসমূহ

বুধবার, ১৫ জানুয়ারী, ২০১৪

মহাকাশ থেকে এবার সরাসরি সম্প্রচার!

মহাকাশ থেকে এবার সরাসরি সম্প্রচার!

লাইভ ফ্রম স্পেস’ শিরোনামের অনুষ্ঠানটি আরও ১৭০টি দেশে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে সম্প্রচার করা হবে। অনুষ্ঠানে আইএসএসের অভ্যন্তরের দৈনন্দিন কর্মকাণ্ড ছাড়াও কক্ষপথ থেকে দৃশ্যমান পৃথিবীর অতি ঝকঝকে ছবিও দেখানো হবে। অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় থাকবেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও ব্রিটেনের জনপ্রিয় প্রোগ্রাম ‘দ্য এক্স ফ্যাক্টর’-এর বহুদিনের পরিচিত মুখ ডারমট ও’লারি। যুক্তরাষ্ট্রের হিউস্টনে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মিশন নিয়ন্ত্রণ কেন্দ্রের মাধ্যমে আইএসএসের নভোচারীদের সঙ্গে থেকে ডারমট অনুষ্ঠানটির সরাসরি ধারাভাষ্য দেবেন।
আর এ কাজটিই করতে চলেছে ব্রিটেনের একটি টেলিভিশন চ্যানেল। এটি হবে এমন অনুষ্ঠান সম্প্রচারের প্রথম কোনো ঘটনা। যুক্তরাজ্যের চ্যানেল ফোর টেলিভিশন জানিয়েছে, পৃথিবীর চারপাশের কক্ষপথ সম্পূর্ণ প্রদক্ষিণের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) কর্মকাণ্ড নিয়ে এ অনুষ্ঠান সরাসরি দেখানো হবে। ‘বিশিষ্ট পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং ও ব্রিটিশ নভোচারী টিম পিকেরও অংশগ্রহণ থাকবে এ অনুষ্ঠানে।
তথ্যসূত্রঃ ফক্স নিউজ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

OK, Thanks.